চুনারুঘাটে বিজয়া উৎসবে বিএনপি নেত্রী শাম্মী আক্তার
দৈনিক জনতার দেশ ডেস্ক :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত বিজয়াদশমী উৎসবে যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত এ বিজয়া উৎসবে তিনি অংশ নেন। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। বিজয়া উৎসবে উপস্থিত হয়ে শাম্মী আক্তার বলেন, বাংলাদেশের ইতিহাস ধর্মীয় সম্প্রীতির ইতিহাস। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে-এটাই বিএনপি’র প্রত্যাশা ও অঙ্গীকার। আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন







